কক্সবাজার পাবলিক হল মাঠে শতাব্দী সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক উৎসব "তোহফায়ে রমাদান"।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ফিতা কেটে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শতাব্দী সাংস্কৃতিক সংসদের সভাপতি আল আমীন মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন- শতাব্দীর উপদেষ্টা জাহিদুল ইসলাম, ফুয়াদ আল খতীব হাসপাতালের পরিচালক ডা. শাহ আলম, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক ফরিদুল আলম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাবেক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, নজরুল আব্বাসউদ্দীন সেন্টারের সভাপতি অ্যাডভোকেট রমিজ আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট জিএএম আশিক উল্লাহ, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হাশিম, সমাজসেবক ও রাজনীতিক রিয়াজ মোহাম্মদ শাকিল, টিউন ভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল্লাহ এবং বিসি প্রপার্টিজের এমডি মোতাহেরুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী ইকবাল হাসান ও জাবেরুল গণি। দিনব্যাপী এ উৎসবে ছিল বিভিন্ন ধরনের স্টল, কিডস কর্নার, ফটো গ্যালারি, ক্যালিগ্রাফি, ক্যারিকেচার, হামদ-নাত, কাওয়ালি ও জারি গানের পরিবেশনা। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ও চমৎকার সাজসজ্জার কারণে উৎসবমুখর হয়ে ওঠে কক্সবাজার পাবলিক হল মাঠ।
ইএইচ