বিএনপির নারী কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৩:৩৫ পিএম
বিএনপির নারী কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে কে.কে গ্রুপের উদ্যোগে বিএনপির নারী কর্মী ও সমর্থকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কে.কে গ্রুপের চেয়ারম্যান কাজী খায়রুজ্জামান শিপন।

বিশেষ অতিথি ছিলেন কে.কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহারুন জামান নিপা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, শামীম আহসান ফকির, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মশিউর রহমান শফিক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী, পৌর মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, শ্রমিকদল নেতা মজনু মোল্লা ও মাসুদ খান চুন্নু।

বস্ত্র বিতরণের আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইএইচ