বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫২) ও একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে হানিফ উদ্দিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ধুনটগামী একটি ট্রাক রণবীরবালা বশীর পাগলা মাজারের কাছে পৌঁছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী হানিফ উদ্দিনকে চাপা দেয়। এরপর কিছু দূর গিয়ে একটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিলে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ উদ্দিন ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ নিহত হন।
ভটভটির যাত্রীদের মধ্যে আহত ২১ জনকে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের একজন, সুনিল, জানান, "আমরা ঝাঝর থেকে ২২ জন নারী-পুরুষ মিলে আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। রণবীরবালা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটি আমাদের ভটভটিকে ধাক্কা দেয়, এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।"
শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ