ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইলে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করা হয়।
এ সময় মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ও সাধারণ মানুষ।
এ সময় মিছিলে শ্লোগান দেওয়া হয়, "ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরায়েল বয়কট।"
এ সময় উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলামসহ তৌহিদি জনতা।
ইএইচ