ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে তাকে নিজকালিকাপুর এলাকা থেকে আটক করা হয়।
এর আগে, গত ১৯ মার্চ পরশুরাম সীমান্ত থেকে এক নাইজেরিয়ান ও তার পূর্বে এক সুদানি নারীসহ এক জাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৫৯/৩ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ফেনীস্থ ফোর বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ