নীলফামারীতে মাঠ দিবস অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:৪৫ পিএম
নীলফামারীতে মাঠ দিবস অনুষ্ঠিত

নীলফামারীতে "বায়োফর্টিফাইড জিংক ধান ব্রিধান-১০২ এর কৃষক মাঠ দিবস" অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের কৃষক মো. হবিবর রহমানের প্রদর্শনী মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. শাহিনুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক ড. এস. এম আবু বকর সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক আহমেদ, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মো. শফীকুল ইসলাম, কৃষক লিডার আরতী রানী রায়, প্রদর্শনী কৃষক মো. হবিবর রহমান।

এছাড়াও ইউনিয়নের ১৫০ জন নারী ও পুরুষ কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার (কৃষি) কৃষিবিদ মো. রাশিদুল ইসলাম।

কর্মশালাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে ব্রিধান-১০২ এর চাষাবাদ পদ্ধতি, বৈশিষ্ট্য, আন্তঃপরিচর্যা, সার প্রয়োগ, ফলন, বীজ সংরক্ষণ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন মাননীয় উপপরিচালক ও উপজেলা কৃষি অফিসার। এছাড়া, কীভাবে পুষ্টি সমৃদ্ধ জিংক ধানের চাষাবাদ বাড়ানো যায় এবং ভোক্তা পর্যায়ে জিংক চাল সরবরাহ বৃদ্ধি করা যায় সে বিষয়ে অংশগ্রহণকারী কৃষকরা নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং এ ধরনের কার্যক্রমের জন্য হারভেস্টপ্লাসকে ধন্যবাদ জানান।

জিংক ধান সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়ে কৃষকরা আনন্দিত হন এবং জিংক ধানের চাষাবাদ বৃদ্ধিতে সহযোগিতা করবেন বলে অভিমত প্রকাশ করেন।

ইএইচ