ডা. অচিনপুরী

মহানবীর আদর্শ অনুসরণ না করে পার্থিব জীবন ও পরকালের মুক্তি সম্ভব নয়

সিলেট ব্যুরো প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৪:৩৯ পিএম
মহানবীর আদর্শ অনুসরণ না করে পার্থিব জীবন ও পরকালের মুক্তি সম্ভব নয়

সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, আমরা কীভাবে আমাদের জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারি, সে বিষয়ে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। এটি হতে পারে চিকিৎসা, শিক্ষা কিংবা পৃথিবীর অন্যান্য কর্মক্ষেত্রে। আমাদের প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হওয়া একান্ত প্রয়োজন। পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের নিজেদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই রমজান মাসে আমি নিজেকে সর্বোত্তম মুসলমান হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আমি সর্বোত্তম চিকিৎসক হতে পারি এবং আমার অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে মানবতার সেবা করতে পারি।

তিনি বলেন, মানুষ যদি আল্লাহর বিধান মেনে না চলে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ না করে, তবে এই পার্থিব জীবন ও পরকালের মুক্তি কখনো সম্ভব নয়। তাই আমাদের অবশ্যই ইসলামের পথে অবিচল থাকতে হবে এবং ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে।

ডা. অচিনপুরী বলেন, আমি সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের এই মানবিক উদ্যোগের প্রশংসা করি। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়, কারণ মানবিক কাজ যত বৃদ্ধি পাবে, সমাজের উন্নয়নও তত দ্রুত হবে।

শুক্রবার বিকাল ৪টায় আম্বরখানাস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল রুমে পবিত্র মাহে রমাদান উপলক্ষে সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদ জাহান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, রোটারিয়ান ফখরুল ইসলাম, রোটারিয়ান কয়েস আহমদ।

উপস্থিত ছিলেন সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের আইন বিষয়ক সম্পাদক তারেক জাহান চৌধুরী, সহ সভাপতি বিষ্ণু রবি দাস, সহ সভাপতি কামরুজ্জামান, অফিস সম্পাদক মো. সাব্বির হোসেন, সাইদুল, রিপন, হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, মারজান, জিহান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুয়েব, সুফিয়ান, লোকমান, মাহিদ, নাহিদ, রায়হান, ফরহাদ, মিনহাজ, তাওহিদ, তোহা প্রমুখ।

ইএইচ