বগুড়ার শাজাহানপুরে শহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হাত পা বেঁধে রেখে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি হলেন, উপজেলার খরনা ইউনিয়নের নাদুরপুকুর গ্রামের মৃত তজমলের ছেলে জিয়াউর রহমান (৫০)।
শনিবার (২২ মার্চ) ভোরে অভিযুক্ত জিয়াউর রহমান (৫০) কে আটক করে একই দিন দুপুরে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
এর আগে গত বুধবার দিবাগত রাত ১০টায় খরনা নাদুরপুকুর গ্রামের রাঙাচড়া নামক শষ্য খেতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার এ ঘটনায় চিহ্নিত দুইজন ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর ছোট ভাই সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মানিকদিপা ফকিরপাড়া গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৮) কে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গাই কুপিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেখে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার পরিবারের লোকজন শেষ রাতে সেহরি খাওয়ার জন শহিদুল ইসলামকে ফোন করলে সে ফোন রিসিভ করে না। এতে তাদের সন্দেহ হলে তার ভাইয়েরা ঘটনাস্থলে যায়। সেখানে তাকে তাদের সেচ মেশিনের ঘরে রক্তাক্ত অবস্থায় হাত পা বেঁধে রাখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বতর্মানে শহিদুল ইসলাম গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ছোট ভাই। মামলার এজাহার নামীয় এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
বিআরইউ