শিবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:১৪ পিএম
শিবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শিশু সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা অডিটোরিয়ামে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিকের পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রবিন হালদার এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহিন।

শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, জহুরুল ইসলাম, ফাইমা বেগম, কলামিস্ট ও কবি নাজমুল হক তালুকদার, সিনিয়র সাংবাদিক রতন রায়, সাংবাদিক প্রদীপ মোহন্ত, পবন কুমার রায়, বজলুর রহমান, জাবিউল আলম হিমু, মোহাম্মদ আলী, কনক দেব, সাইদুর রহমান সাজু, এস আই সুমন, কামরুল হাসান, নূরনবী রহমান, সাজু মিয়া, ইমরানুল হক, ফারুক হোসাইন, জিএম মিজান, মিজানুর রহমান, আব্দুর রহমান, এমআর মিজান, জাহিদুল ইসলাম, সোহাগ আলী, গোলজার রহমান, জহুরুল ইসলাম সৈকত, বাকী বিল্লাহ, মিনহাজ আলী, ওয়াসীম আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি।

অনুষ্ঠানে শিশুদের সংবর্ধিত করা হয় এবং শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইএইচ