ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১১:৩৯ এএম
রূপগঞ্জে যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বিভিন্ন এলাকাগুলোর যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ উদ্যোগের অংশ হিসেবে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সড়কের বিভিন্ন মোড়, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে আসছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে রূপগঞ্জের মার্কেট, শপিংমল এবং অভ্যন্তরীণ সড়কগুলো ব্যস্ত হয়ে ওঠে। এতে জনসাধারণের চলাচলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এই উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীদের সড়ক ও যানজট নিরসনে নিয়োগ দেওয়া হয়, যার ফলে যানজট কিছুটা কমে গেছে এবং মানুষ সহজে যাতায়াত করতে পারছে।

শতাধিক শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী হলুদ-টিয়া রংয়ের ইউনিফর্ম পরে, এক হাতে ছাতা এবং অন্য হাতে বাঁশি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। রাতে তাদের হাতে জ্বলছে লাইট। এদের মধ্যে বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী।

রূপগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে অনেক শিল্পকারখানা, পাইকারী বাজার, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এখানকার সড়কগুলো ঢাকা, সিলেট, গাজীপুর এবং অন্যান্য শহরের সঙ্গে সংযুক্ত। তবে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এই সময়ে বিশেষত ঈদ উপলক্ষে যানজটের পরিস্থিতি আরো তীব্র হয়ে ওঠে।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, "শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তাতে যানজটের পাশাপাশি অপরাধ প্রবণতাও কিছুটা কমেছে।"

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন বলেন, "এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, যা রূপগঞ্জে যানজট নিরসনের জন্য প্রথমবারের মতো নেওয়া হয়েছে।"

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, "এই উদ্যোগটি মূলত রমজান মাস ও ঈদ উপলক্ষে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। ঈদের দিন পর্যন্ত শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে।"

ইএইচ