ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা করা হয়।
এতে রূপসদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার নুরুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস।
তিনি বলেন, বাঞ্ছারামপুরে একটা কমিটি হয়েছে আমরা তা জানি না। যারা কোনোদিন আওয়ামী লীগের বিপক্ষে একটি কথাও বলেনি আজ পর্যন্ত তারা সব জায়গায় বিএনপির বিরুদ্ধে কথা বলে তারাই কমিটি করেছে। আওয়ামী রেজিমের ফ্যাসিস্টদেরকে নিয়ে বাঞ্ছারামপুরের রাজনীতি করতে দেয়া হবে না।
বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. নাজমুল হুদা, মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিব, বাঞ্ছারামপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, যুবদল নেতা মো. গিয়াস উদ্দিন, বাঞ্ছারামপুর পৌর যুব দলের আহ্বায়ক ইমান আলী, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালাউদ্দিন ভুঁইয়া, রূপসদী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. আল আমিন, রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝি, সদস্য সচিব সাইদুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল হক, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, মো. বাবু, ফয়সাল আহমেদ প্রমুখ।
ইএইচ