ধামইরহাটে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উন্মুক্ত আলোচনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৪:০৯ পিএম
ধামইরহাটে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উন্মুক্ত আলোচনা

নওগাঁর ধামইরহাট পৌরসভার ওয়ার্ডে পর্যায়ে জলবায়ু সহশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলার মহিলা ডিগ্রি কলেজ মাঠে ধামইরহাট পৌরসভার আয়োজনে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের অধীনে ধামইরহাট পৌরসভার অন্তর্গত সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পৌরসভার ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি  উন্মুক্ত সভা ও জলবায়ু সহশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।


এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম, গোফরইমপ্যাক্ট প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমানসহ সকল শ্রেণি পেশার জনসাধারণ মানুষ।

বিআরইউ