দুর্গাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৫:৩৫ পিএম
দুর্গাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা সারমিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন অফিসার মো. জয়নুল আবেদীন, দুর্গাপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, দুর্গাপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, দুর্গাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজাদ সরদার,কিসমত গসকৈড় ইউপির প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম।

পানানগর ইউপির প্রশাসক ও আনসারভিডিপি কর্মকর্তা  সেলিনা আক্তার,  জয়নগর ইউপির প্রশাসক ও সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, মাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাদত হোসেন,দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমানসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিআরইউ