পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজট কমাতে এবার যমুনা সেতুতে ১৮টি টোল বুথ চালু করা হয়েছে, যার মধ্যে চারটি বুথ নির্দিষ্ট করা হয়েছে মোটরসাইকেলের জন্য।
সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৫০ টাকা।
এছাড়া অনলাইনে ১৪ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আমার সংবাদকে বলেন, ঈদ সামনে রেখে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে। সাধারণত ঈদের সময় এই সেতু দিয়ে প্রতিদিন ৫৫ থেকে ৬০ হাজার যানবাহন পারাপার হয়। এই বাড়তি চাপ সামলাতে আট লেনের সড়কের প্রয়োজন। তবে ইতোমধ্যে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনের পরিবর্তে চার লেনের যানবাহন চলাচলের সুবিধা দেওয়া হয়েছে।
সেতুতে যানজট এড়াতে এবং দ্রুত টোল আদায়ের জন্য ১৮টি বুথ চালু করা হয়েছে, যার মধ্যে চারটি বুথ শুধুমাত্র মোটরসাইকেলের জন্য বরাদ্দ করা হয়েছে।
ইএইচ