রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসানকে (৫৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
তিনি সদর উপজেলার আলাদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।
মঙ্গলবার দুপুর আড়াই টার সময় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল পৌনে ৪ টার সময় রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল গোল চত্বরে বেআইনি জনতাবদ্ধ হয়ে বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাশের লাঠি এবং বিভিন্ন গাছের ডালসহ মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ঘিরে ধরে। তাদের কাছে থাকা বোমা আন্দোলনকারীদের হত্যা করার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়। এরপর বোমা বিস্ফোরণে আন্দোলনকারীরা দিকবিদিক ছুটাছুটি করে। ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের হত্যার উদ্দেশ্যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারীরা আমজনতাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র উচিয়ে গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করে এবং আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালসহ কোথাও চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এটি ছিল একটি যৌক্তিক আন্দোলনকে নিপীড়ন করে দমনের চেষ্টা, এবং মিথ্যা মামলা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বানচালের হীন চেষ্টা।
আক্রমণে আহত হন সোনিয়া আক্তার স্মৃতি, নুরুননবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস্য সরকার, রিয়াজ সহ অসংখ্য আন্দোলনকারী।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, এসআই মো. মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। রাজবাড়ী সদর থানার আলাদিপুর এলাকা থেকে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মো. শওকত হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ