চৌগাছায় গণহত্যা দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:১৭ পিএম
চৌগাছায় গণহত্যা দিবস পালিত

যশোরের চৌগাছায় গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় এক মিনিট নিরবতা পালনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।

বক্তৃতা করেন প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ওলিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, ইউআরসির ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রভাষ চন্দ্র, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।

ইএইচ