নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ গণহত্যা দিবস-২০২৫ পালন করা হয়েছে। গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বাউয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মো. হামিদুর রহমান এর উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান সরকার নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কেএফএ সোহেল (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী প্রচার, বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং ক্যাম্পাসে রাত সাড়ে দশটায় ১ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়।
বিআরইউ