পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্তে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা সরকারি কলেজ মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহাসড়ক ও আঞ্চলিক সড়কসমূহে যানজট নিরসনে ট্র্যাফিক ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেন। এছাড়া মহাসড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে যেকোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মাহবুবুর রহমানসহ যানজট নিরসনে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।
ব্রিফিংয়ে জানানো হয় যে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েনসহ বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া।
আরএস