জয় বাংলা স্লোগান দেওয়ায় স্মৃতিসৌধ থেকে তিনজন আটক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০১:১০ পিএম
জয় বাংলা স্লোগান দেওয়ায় স্মৃতিসৌধ থেকে তিনজন আটক

আজ মহান স্বাধীনতা দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। এর মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিলে ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়।

বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্মৃতিসৌধে লাল পতাকা তুলে জয়বাংলা স্লোগান দেয় আওয়ামী নেতাকর্মীরা। এসময় পুলিশ ও জনতার ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিকে, স্মৃতিসৌধে মব তৈরির করার অভিযোগ দিয়ে এক ব‍্যক্তিকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে।

ইএইচ