বোরহানউদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ আটক ২

ভোলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০২:৫৭ পিএম
বোরহানউদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ আটক ২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মো. রাকিব (২৭) এবং মো. বাবলু নামে দুই ব্যক্তিকে আটক করে।

এ তথ্য নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন।

ওসি ইকবাল হোসেন জানান, ভোলা জেলা পুলিশ সুপার শরীফুল হকের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নি.) মাহমুদুল হাসান বাপ্পীসহ ডিবি পুলিশের একটি দল এই মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত রাকিব বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা, ৬নং ওয়ার্ডের মৃত মাহববু আলমের ছেলে এবং বাবলু পক্ষিয়া ইউনিয়নের বাটামারা ৪নং ওয়ার্ডের মৃত আ. শহিদের ছেলে।

এ ঘটনায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ