ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, দৈনিক সমাজের কাগজের সম্পাদক ও প্রকাশক সোহরাব হোসেন।
শুভেচ্ছা বক্তব্য দেন, পোশাক বিতরণ কর্মসূচির সমন্বয়ক অরুণ বর্মন, সাবেক সভাপতি এডিএম রতন, সহসভাপতি নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য আহমেদ মাহাবুব ফারুক, ভদ্রাবতী বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ৩৫ শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
ইএইচ