ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী চৈত্র মাসের ত্রিবেনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এই মেলা অনুষ্ঠিত হয় তিতাসনদীর তীরে অবস্থিত পৌরসভার খড়মপুর এলাকায়। ত্রিবেনী মেলাকে ঘিরে সকাল থেকে তিতাসের তীরে উৎসবের আমেজ দেখা দেয়।
স্থানীয়রা জানায়, আখাউড়া তিতাসনদীর তীরে অবস্থিত পৌরসভার খড়মপুর কেল্লা শাহ (র.) এর মাজার মাঠে প্রতি বছর চৈত্র মাসে ত্রিবেনী মেলা অনুষ্ঠিত হয়। হাজার বছরের ঐতিহ্য অনুসরণ করে মেলার দিন সকালে হিন্দু ধর্মাবলম্বীরা তিতাস নদীতে স্নান করে ধর্মীয় রীতি পালন করে মেলায় অংশগ্রহণ করে। এলাকার মুসলিমরাও সমানভাবে এই মেলা উপভোগ করেন।
মেলা ঘুরে দেখা গেছে, শখের হাঁড়ি, মাটির সরা, শোলার ফুল, মাটির পুতুল, কাঠের একতারা, বাঁশের বাঁশি, মোয়া, মুড়কি, মন্ডা, মিঠাই, বাতাসাসহ গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য নিয়ে মেলায় বসেছেন বিক্রেতারা। ক্রেতাদেরও ভিড় জমেছে। গৃহস্থালির অনেক প্রয়োজনীয় পণ্যও এবার মেলায় দেখা গেছে।
আখাউড়া পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু জানান, চৈত্রের এই ত্রিবেনী মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মেলবন্ধন। এখানে জাত, ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে।
ইএইচ