কালুখালীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৫:৪২ পিএম
কালুখালীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়

রাজবাড়ীর কালুখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কালুখালী থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, সহ-সভাপতি মুফতি নিজাম উদ্দিন আজাদী, সাধারণ সম্পাদক মাওলানা ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম আশরাফী, ইসলামী শ্রমিক আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, আব্দুল মালেক, মো. সুমন ও মাওলানা আলাফাতসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, "সব রাজনৈতিক দলের মতো আপনাদের সকল প্রকার সহযোগিতা আমাদের পক্ষ থেকে সব সময় থাকবে। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা নিতে পারবেন এবং এই কালুখালীর মানুষের ভালো থাকার জন্য আপনাদের সহযোগিতা চাই।"

ইএইচ