কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের অর্থ সহায়তা প্রদান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৭:১৯ পিএম
কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের অর্থ সহায়তা প্রদান

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার একটি মাদরাসা ও এতিমখানা, একজন ছাত্র এবং একজন অস্বচ্ছল ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি উপস্থিত থেকে এই সহায়তা বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ