সালথা প্রেসক্লাবের ইফতার মাহফিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৭:৪১ পিএম
সালথা প্রেসক্লাবের ইফতার মাহফিল

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নানা শ্রেণি-পেশার মানুষ এবং সালথা প্রেসক্লাবের সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইএইচ