রামগঞ্জে ফসলি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে লাখ জরিমানা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১২:১৬ পিএম
রামগঞ্জে ফসলি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে লাখ জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা বিল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব দেবব্রত দাশ।

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ভোলাকোটের দেহলা বিল থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জয়নাল আবেদীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে।

বিআরইউ