কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
শুক্রবার বিকালে তিনি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন।
আগুনে পুড়ে সর্বশান্ত সহায়-সম্পদহীন পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে শত কষ্টের মাঝেও কিছুটা হলেও মুখে হাসি ফুটে ওঠে।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, "ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই প্রয়াস। আর তাই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।"
তিনি আরও বলেন, "ঈদকে সামনে রেখে সমাজের বিত্তবানরা যেনো দুস্থ, অসহায়-নিপীড়িত জনগণের পাশে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।"
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং আবুল বিশ্বাস।
ইএইচ