মাগুরার মহম্মদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মহম্মদপুর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল, আরিফুজ্জামান টুকু, মুহিদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারামিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য কামনা করে দোয়া করা হয়।
পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইএইচ