নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের আশা কমিটি সেন্টারে এই সভা ও মাহফিলের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. সৈয়দ মেহেদী হাসান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানিটা সিরামিকসের এমডি সামিউল ইসলাম শাওন এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি গওহর জাহাঙ্গীর রূশো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্ত।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, রইসুল ইসলাম, সাইয়দ, গোলাম আজম, অম্লান এবং যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ, রেজাউল ইসলাম, সাঈদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইএইচ