মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে আহত এ এবং বি ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সহকারী সচিব।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মো. রাজিব হোসেন, সিনিয়র সহকারী কমিশনার উম্মে তাহমিনা মিতু, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ফাতেমা, সহকারী কমিশনার মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার মো. রাফাত আল মেহেদী, সহকারী কমিশনার মো. সাইদুন নবী জোহা, সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার মো. সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার মো. শাহরিয়ার ইসলাম, সহকারী কমিশনার মো. জাকারিয়া ইসলাম, সহকারী কমিশনার মো. সাজ্জাত হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাগুরা জেলার জুলাই গণঅভ্যুত্থানে আহত এ এবং বি ক্যাটাগরির যোদ্ধাদের জন্য ১ম পর্বের ১৩টি চেক জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আহতদের সুস্থতা কামনা করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম বলেন, "সরকার আপনাদের সুচিকিৎসা নিশ্চিত করবে।"
ইএইচ