লালমনিরহাটের কালীগঞ্জে মাছ ধরার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদব চন্দ্র (৪০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ভারতীয় বেশ কয়েকজন নাগরিক।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এ ঘটনা ঘটে।
মাদব চন্দ্র লোহাকুচি এলাকার মৃত মদন মোহনের ছেলে।
স্থানীয়রা জানান, লোহাকুচি সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই ( বাঁশ দিয়ে তৈরী মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে। প্রতিদিন ঐ টেপাই এর মাছ ভারতীয় নাগরিকগণ চুরি করে নিয়ে যায়।
শনিবার সকাল ১০ টার দিকে মাদব চন্দ্র নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছে এ ঘটনার প্রতিবাদ করলে ভারতীয়রা সংঘবদ্ধ হয়ে মাদবকে মারধর করে।
এসময় মাদব চন্দ্র জ্ঞানশূন্য হয়ে পড়েন। পরে অন্য এক ভারতীয় নাগরিকের খবরে পরিবারের লোক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্য সাময়িক উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়ন এর সিইও লে. কর্নেল মেহেদি বলেন লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এবং স্থানীয়দেরকে শান্ত করি।
আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সীমান্তে বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
বিআরইউ