নীলফামারীতে যুব অধিকার পরিষদের আলোচনা সভা ও গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সদর উপজেলার চাপড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের উদ্যোগে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাপড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মো. রশীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. হামিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন শাহ্, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার, সাধারণ সম্পাদক রাকিব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মহান রবের কাছে রহমতের এই মাসের উছিলায় বাংলাদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। দেশের অন্তরবর্তীকালীন সরকারকে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের সার্বিক কাঠামোর সংস্কারের আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে ট্রাক প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।
অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, সদর যুব অধিকার পরিষদের সভাপতি মো. আবু সাঈদ, সদর ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইএইচ