ধামইরহাটে আগুনে কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১২:৫৫ এএম
ধামইরহাটে আগুনে কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

নওগাঁর ধামইরহাটে নাজমুল হোসেন নামে এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে ৩টি গরু ও ২টি ছাগল মারা গেছে। এছাড়া, ৬টি রাজহাঁস, ৯টি মুরগি ও বাড়ির আসবাবপত্রও পুড়ে যায়।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর ধানগোলা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে গোয়ালঘর, ৩টি কক্ষ ও গবাদিপশু পুড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।

ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ইএইচ