টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯ নম্বর বহুরিয়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও পাঞ্জাবি বিতরণ করেছেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছাত্তার সিকদার।
ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে এসব ঈদ উপহার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপির এই নেতা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে বহুরিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এসব পোশাক বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন—মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ-কৃষি বিষয়ক সম্পাদক আল এমরান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ খান, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, বহুরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কাশেম, সাবেক যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান, বিএনপি নেতা সোহেল সিদ্দিকী, আমজাদ হোসেন, বহুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মির্জাপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুস ছাত্তার সিকদার জানান, তাঁর পিতা প্রয়াত জয়নাল সিকদার, বড় ভাই আবুল কালাম সিকদারসহ পরিবারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বহুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও পাঞ্জাবি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হচ্ছে। এ সময় তিনি বহুরিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
ইএইচ