পূবাইলের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৯:১৯ পিএম
পূবাইলের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃহত্তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটায় এই জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দেশের মানুষের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের হাজারো মুসল্লি মাজুখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন।

ঈদের জামাতে ইমামতি করেন আহমদ আব্দুল আজিজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মদিনাতুল মনোয়ারা (সিংগারিয়া) জামে মসজিদের ইমাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সকাল সাড়ে সাতটার দিকে সরেজমিনে দেখা যায়, ঈদগাহের মূল ফটকের সামনে মুসল্লিদের দীর্ঘ সারি। হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করছেন। নামাজের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মাজুখান ঈদগাহে অনুষ্ঠিত ঈদুল ফিতরের নামাজের জামাতে মূল ময়দানের বাইরেও মুসল্লিরা নামাজ আদায় করেন। সব শ্রেণি-পেশা ও আর্থিক অবস্থান ভুলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

এবার মাজুখান ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় মিলিয়ে প্রায় ৭-৮ হাজার মুসল্লির একসঙ্গে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

ইএইচ