কুড়িগ্রামের চরাঞ্চলে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৯:২৪ পিএম
কুড়িগ্রামের চরাঞ্চলে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

কুড়িগ্রামের কচাকাটা থানাধীন কৃষ্ণপুর ও কুমোদপুর চরাঞ্চলে পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে ২০টি জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।

সোমবার সকাল ১০টায় বিভিন্ন গ্রাম থেকে আসা মুসল্লিরা নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠে উপস্থিত হন এবং নামাজে অংশ নেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি, করমর্দন ও সালাম বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান।

নামাজে অংশ নেওয়া মুসল্লি শাহাদাৎ হোসেন বলেন, "একসঙ্গে এত মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুব ভালো লাগছে।"

মাঠ কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বলেন, "চরাঞ্চলে এত মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।"

খুতবার আগে মাঠ কমিটির সভাপতি ও বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন আগত মুসল্লিদের স্বাগত জানান।

ইএইচ