ঈদের দিনে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে নারীর অনশন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদের দিনে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে নারীর অনশন

বরিশালের বাকেরগঞ্জে বিয়ের স্বীকৃতির দাবিতে ২৫ বছর বয়সী এক নারী ২০ বছর বয়সী এক যুবকের বাড়িতে অনশন করেছেন।

সোমবার উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে ওই যুবকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

যুবক রায়হান (২০) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। আর প্রেমিকা ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, দুই বছর আগে রায়হানের সঙ্গে তার রং নম্বরে পরিচয় হয়, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। ঈদের আগের দিন (৩০ মার্চ) রায়হান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন।

প্রথমে রায়হানের বাবা-মা সম্পর্ক মেনে নিয়ে তাদের একসঙ্গে থাকতে দেন। কিন্তু পরে, ওই নারীর আগের বিয়ের বিষয়টি জানার পর এবং বয়সের পার্থক্যের কারণে, পরের দিন সকালে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন।

ওই নারী বলেন, “রায়হান সবকিছু জেনেশুনেই আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সে এমন আচরণ করছে কেন, বুঝতে পারছি না। তাছাড়া সে বাড়ি থেকেও পালিয়ে গেছে।”

এ ঘটনায় রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন, "ওই নারীর আগের একটি সংসার ছিল, তাছাড়া তিনি আমার ছেলের চেয়ে ৫-৬ বছর বড়। এই সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয়।"

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া বলেন, "বিষয়টি আমরা শুনেছি। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ