মাদারীপুরে বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে শিবচর থানার ওসি রতন শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুর্ঘটনাটি ঘটেছে জেলার শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের বাবুখাঁ ব্রিজ এলাকায়।
নিহতরা হলেন শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২৫), শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জাজিরা থানার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) এবং একই এলাকার ইসকান খানের ছেলে অলি খান (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবকেরা। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে জাজিরার দিকে যাচ্ছিলেন মিঠুন ও হৃদয়। পথিমধ্যে শিবচরের বাবুখাঁ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আরেকটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়।
এ সময় আরও ৪ জন গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে অলি ও রমজানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা দুজনেই মারা যান। স্থানীয়দের মতে, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে তিনজনের লাশ স্বজনরা নিয়ে গেছেন। এছাড়া নিহত মিঠুনের লাশ থানায় রয়েছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ/বিআরইউ