পত্নীতলায় পুকুর থেকে ২১০ কেজি ওজনের পাথরের মূর্তি উদ্ধার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:২২ পিএম
পত্নীতলায় পুকুর থেকে ২১০ কেজি ওজনের পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর পত্নীতলায় একটি পুকুর থেকে ২১০ কেজি ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার উত্তর কাশিপুর দ্বিগুণ গ্রামে নলাদিঘী পুকুরে মাছ ধরছিল স্থানীয় কয়েকজন শিশু। এ সময় তারা পানির নিচে একটি মূর্তি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

সংবাদ পেয়ে বিজিবির আগ্রাদ্বিগুন বিওপির সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মূর্তিটি উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি পাথরের তৈরি হলেও এটি কষ্টি পাথরের নয় বলে নিশ্চিত করেছেন নজিপুর জুয়েলারি সমিতির সদস্যরা। মূর্তিটির ওজন ২১০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। মূর্তির নিচের অংশ ভাঙা রয়েছে।

উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও বিজিবি জানিয়েছে।

ইএইচ