চাঁদা না দেওয়ায় ভোলার লালমোহন উপজেলার দেবীরচর লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে লঞ্চের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে মানিক-১১ লঞ্চটি দেবীরচর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহূর্তে একদল সশস্ত্র সন্ত্রাসী লঞ্চে উঠে তাণ্ডব চালায়। তারা লঞ্চের স্টাফদের মারধর করে এবং লঞ্চে ভাঙচুর চালায়।
এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই ছোটাছুটি করতে গিয়ে আহত হন।
লঞ্চ মালিকপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদার টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার পরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনার পর থেকে ওই রুটের লঞ্চ মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ইএইচ