বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়ক নিহত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৩:৫৬ পিএম
বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়ক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিএনজি চাপায় বাঞ্ছারামপুর পৌর কৃষক দলের আহ্বায়ক মোশারফ হোসেন (৫৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের দড়িভেলানগর গ্রামের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পৌর এলাকার নতুন হাটি গ্রামে। তিনি ১ ছেলে, ২ মেয়ে এবং স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মৃত বারিক মিয়া। এ ঘটনায় তার এলাকায় শোকের মাতম বইছে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামে মহিলা দলের একটি দলীয় কর্মসূচিতে যোগদান করতে দুপুর ১২টার দিকে দলীয় কর্মী বাহারউদ্দিন বাহারকে নিয়ে মোটরসাইকেলযোগে ছয়ফুল্লাকান্দি গ্রামে যাওয়ার সময় বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের দড়িভেলানগর গ্রামে কবরস্থান এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির নিচে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদ মিয়া জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা জানান, মোশারফ ভাই ছিলেন একজন নিবেদিত বিএনপি কর্মী। বিগত সময়ে তিনি অনেক নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। তাকে হারিয়ে দল একটি ত্যাগী কর্মীকে হারাল। তার শূন্যতা পূরণ হওয়ার মত নয়। পৌর বিএনপি ও উপজেলা বিএনপি‍‍`র পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়ে আমাকে কেউ জানায়নি। এখন আমি জানলাম এবং আমি এখনই পুলিশ পাঠাচ্ছি বিষয়টি তদন্ত করতে।

পরিবারের বরাতে জানা গেছে, আজ সন্ধ্যা বাদ মাগরিব নামাজের পর তার জানাজা নামাজ বাঞ্ছারামপুর এসএম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

ইএইচ