নড়াইলে মা ও শিশু কেন্দ্রের বহির্বিভাগে ছুটির দিনেও চলছে স্বাস্থ্যসেবা

আবু সুফিয়ান, নড়াইল প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:৩৭ পিএম
নড়াইলে মা ও শিশু কেন্দ্রের বহির্বিভাগে ছুটির দিনেও চলছে স্বাস্থ্যসেবা

নড়াইল মা ও শিশু কেন্দ্রের বহির্বিভাগে ঈদের ছুটির দিনেও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি ঈদুল ফিতরের সরকারি ছুটিতে মা ও শিশু কেন্দ্রের বহির্বিভাগেও ছুটি রয়েছে। তবে এ বছর টানা ছুটি থাকায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজ উদ্যোগে স্বেচ্ছায় ছুটির দিনেও রোগী দেখছেন মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান। এতে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা বেশ খুশি।

সদর উপজেলার বাঁশগ্রামের তাসলিমা খাতুন বলেন, "প্রচণ্ড অসুস্থ হয়ে নড়াইল মা ও শিশু কেন্দ্রে এসেছি। ছুটির দিনে বহির্বিভাগে ডাক্তার থাকবেন আশা করিনি, কিন্তু ডাক্তার দেখাতে পেরে খুব খুশি হয়েছি।"

সীমখালী গ্রামের রজিনা বেগম জানান, "আমার তিন মাসের ছেলে আয়ানকে দেখাতে এখানে এসেছি। ডাক্তারের পরামর্শ পেয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে স্বস্তি পেয়েছি।"

মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান বলেন, "ছুটির দিনেও মা ও শিশু কেন্দ্রের বহির্বিভাগ বন্ধ থাকলেও আগত রোগীদের কথা চিন্তা করে আমি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি।"

ইএইচ