বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুর সদর উপজেলার মোহনপুর ব্রিজে তৌহিদি জনতা ও সাধারণ মুসল্লিরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের মোহনপুর ব্রিজ এলাকায় এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গ্রামের সবুজ দাস নামের এক ব্যক্তি বুধবার (২ এপ্রিল) তার ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এ ঘটনার পর থেকেই তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়ে।
দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে চলা অবরোধের পর প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত সবুজ দাসকে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হলে তৌহিদি জনতা সড়ক অবরোধ তুলে নেয়।
অবরোধের ফলে সড়কের উভয় দিকে যাত্রীবাহী বাস, মিনিবাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান নিশ্চিত করেন যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, অভিযুক্তকে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় ঘটনাস্থলে দিনাজপুরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ