জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
প্রতিপক্ষ নজরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটেছে ঈদুল ফিতরের পরের দিন জালিয়ারপাড় এলাকায়।
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাধুর স্ত্রী জানান, তার সন্তানরা সদর উপজেলার হাসিল পাড়িল মৌজার আরএস ২৬৭৫ নং দাগের জমিতে ২০২২ সালে টিনের একটি চৌচালা ঘর নির্মাণ করেন। তবে প্রতিপক্ষ নজরুল ইসলাম ও তার পরিবার ওই জমি নিজেদের দাবি করে তখনই নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, এতেও ক্ষান্ত না হয়ে ঈদের পরদিন নজরুল ইসলামের পরিবার সংঘবদ্ধ হয়ে ওই স্থাপনার টিন খুলে নিয়ে যায়। মুক্তিযোদ্ধার পরিবার এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধার সন্তান লাভলু মিয়া বলেন, ১৯৯৬ সালে নজরুল ইসলামের বাবা ইজ্জত আলী তার বাবা রফিকুল ইসলাম গাধুর কাছে জমিটি বিক্রি করে দেন। তিনি দাবি করেন, প্রতিপক্ষ অহেতুক জমিটি তাদের বলে দাবি করছে।
অন্যদিকে, অভিযুক্ত নজরুল ইসলামের ভাই লেবু মিয়া বলেন, "জমিটি প্রকৃতপক্ষে আমাদের। লাভলুদের সঙ্গে আমাদের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখেছিল, এখন আর তা হতে দেওয়া যাবে না।"
এ বিষয়ে এলাকাবাসীর একজন নারী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, "আসলেই জমিটি এলাকার উজির মণ্ডলের ছিল। তিনি এটি ওই পরিবারকে দান করেছিলেন। কিন্তু এখন এই জমি নিয়ে বিরোধ চলছে, মামলা-মোকদ্দমাও চলছে।"
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইএইচ