নীলফামারীতে কয়েদিদের মাঝে ঈদ উপহার বিতরণ

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১০:৩৫ পিএম
নীলফামারীতে কয়েদিদের মাঝে ঈদ উপহার বিতরণ

নীলফামারী জেলা কারাগারের সাধারণ কয়েদিদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নিউইয়র্ক ও বাংলাদেশভিত্তিক সেলিম ফাউন্ডেশন "ইনক" সহায়তা প্রদান করে।

ঈদের আগের দিন জেলা কারাগারে আয়োজিত এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং জেল সুপার মো. তারিকুল ইসলাম।

সেলিম ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহম্মদ নাহিম আক্তার, মো. ফারুক প্রামাণিক, মো. আসলাম হায়াত মিল্টন, মো. রনি কাজী এবং মো. তৌহিদ সরকার।

উল্লেখ্য, নীলফামারী অংকুর সিড অ্যান্ড হিমাগার, রংপুর জেলার মিঠাপুকুরে অবস্থিত অংকুর স্পেশালাইজড ক্লড স্টোরেজ এবং রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ সেলিমের ছোট ভাই হাসানুজ্জামান হাসানের জ্যেষ্ঠ কন্যা নোয়াল হাসানের উদ্যোগে গঠিত সেলিম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ইএইচ