ঈদের ছুটিতে বাড়ি এসে ট্রাক চাপায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইল (দেলদুয়ার) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:৪৫ পিএম
ঈদের ছুটিতে বাড়ি এসে ট্রাক চাপায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদের ছুটিতে বাড়ি এসে মাটি বোঝাই ড্রাম ট্রাকের চাপায় মো.শফিউল্লাহ (৪০) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬ টার দিকে দেলদুয়ার টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয় শফিউল্লাহ্। হাঁটার এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে পৌঁছলে ঢাকা মেট্রো-ড-১১-৫১১২ মাটিবাহী ট্রাকটি তাকে চাপা দিয়ে ইঞ্জিনের নিচে ফেলে দেয়। সড়কে লোকজনের উপস্থিতি না থাকায় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পথচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ইঞ্জিনের নিচ থেকে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিউল্লাহ্ উপজেলার সদর ইউনিয়নের দেলদুয়ার মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ্ মজনুর ছেলে। তিনি আনসার ভিডিপির কমান্ডার হিসাবে কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন।

বিআরইউ