দৌলতপুর সীমান্তে মাদকের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:৩৩ পিএম
দৌলতপুর সীমান্তে মাদকের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকের টাকা চাওয়া নিয়ে মাদক চোরাকারবারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২ জন মাদক চোরাকারবারী আহত হয়েছে, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে।

সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠোটারপাড়া গ্রামের মাদক চোরাকারবারী সোহেল ও সাগর মুন্সিগঞ্জ বাজারে অবস্থানকালে, মুন্সিগঞ্জ এলাকার শীর্ষ মাদক চোরাকারবারী মুকুল ও নিহাজ তাদের ওপর হামলা চালায়। এসময় সাগর (২৭) ও সোহেল (২৮) আহত হয়।

ফেনসিডিলের বকেয়া টাকা আদায় নিয়ে বিরোধের জেরে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলার পর সাগর ও সোহেলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র চোরাকারবারী সংঘবদ্ধ হয়ে নিহাজের বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। এসময় ১৫-১৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়।

গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়, এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে চলে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, "ফেনসিডিলের টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ