আ.লীগের টাকার লোভে না পড়তে নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১০:৪৫ পিএম
আ.লীগের টাকার লোভে না পড়তে নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের

গত ১৭ বছরে আওয়ামী লীগ টেন্ডারবাজি, চাঁদাবাজি ও লুটপাট করে যে বিপুল পরিমাণ অর্থসম্পদ অর্জন করেছে, সেই টাকার লোভে না পড়ার জন্য দলীয় নেতাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

শামা ওবায়েদ বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ শুধু টিআর-জিআর খেয়েছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন করেনি। ছাত্রলীগ-যুবলীগ টেন্ডারবাজি, চাঁদাবাজি ও লুটপাট করেছে। ফলে তাদের হাতে প্রচুর টাকা আছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের ওই টাকার লোভে পড়া যাবে না।”

তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, “যদি সত্যিই জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ লালন করেন, তাহলে লোভ সামলাতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির যারা গত ১৫ বছর আমাদের সঙ্গে ছিলেন না, লোভে পড়ে সেই বেঈমানদেরও দলে জায়গা দেওয়া যাবে না। তারা দলে আসতে চাইলে আগে পরীক্ষা দিতে হবে।”

শামা ওবায়েদ অভিযোগ করেন, “শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে আমাদের দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন— সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেন, রফিক মোল্যা, জাহিদ মাতুব্বর, যুবদল নেতা মামুন চৌধুরী, মাহফুজ খান, ছাত্রদল নেতা সাইফুল আলম রাজ প্রমুখ।

ইএইচ