জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা গ্রামে আড়াই শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—নুরুল ইসলাম নুরু (৬৫), আসাদ, আলম, ইদ্রিস আলী ও লাভলু মিয়া।
সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বালুয়াটা এলাকায়।
এ বিষয়ে আহত পক্ষের একজন বুলবুল হাসান লাভলু জানান, "চার মাস আগে আসাদুল্লাহ আমাদের কাছে আড়াই শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন। আমরা টাকা পরিশোধ করে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের প্রক্রিয়া শেষ করি। তবে হঠাৎ করেই আসাদুল্লাহ দলিলের কাজ শেষ না করে কেটে পড়েন এবং পরে ওই জমিটি বেশি দামে তার আত্মীয়ের কাছে পুনরায় বিক্রি করে দেন। এর আগেও তিনি ১০ শতাংশ জমি নিয়ে একই ধরনের জটিলতা সৃষ্টি করেছিলেন। ঘটনার দিন এসব বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আসাদুল্লাহ ভাড়াটে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমরা আহত হই।”
অন্যদিকে, আসাদুল্লাহর ভাতিজার স্ত্রী চামেলী বেগম জানান, “আমরা আমাদের শরিকদের জমি ন্যায্য মূল্যে কিনে নিয়েছি। এতে নুরুল ইসলামদের পক্ষ ক্ষিপ্ত হয়ে উল্টো আমাদের ওপর চড়াও হয়। এ ঘটনায় আমাদের পক্ষ থেকেও আহত হয়েছে কয়েকজন।”
সংঘর্ষের ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
ইএইচ