ঈদের ছুটিতেও থেমে নেই পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম

লিটন আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০২:৩৬ পিএম
ঈদের ছুটিতেও থেমে নেই পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতেও চালু রয়েছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম।

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি চলাকালীন সময়ে যথাযথ নিয়মে চলমান রয়েছে এসব সেবা।

খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম ও সহকারী পরিচালক (সিসি) ডা. ওয়ালিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটিতেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান রয়েছে।

গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের ছুটির সময়েও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর ও কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা প্রদান করা হচ্ছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে।

উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে বেশ কিছু নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয়েছে এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়।

প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটির সময়ে আন্তরিকতার সাথে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ইএইচ